Category:প্রসঙ্গ: খেলাধুলা
একটি মেট্রোপলিটন শহর, দুজন ব্যক্তি এবং ইতিহাসের পাতায় সীমানা ছাড়িয়ে যাওয়ার যে বিস্ময় গল্প- তা বোধহয় কেবল লিভারপুলকে ঘিরেই সম্ভব। রাজা জন লেকল্যান্ড-এর হাত ধরে যে শহরের জন্ম, কয়েকশ বছর পর তার তীক্ষèতায় শান বাড়িয়ে দিতে মার্সি নদীর পাড়ে আরেক জন-এর জন্ম। পেশায় যিনি পুরোদস্তুর একজন ব্যবসায়ী অথচ তার ধ্যানধারণায় কেবলই ফুটবল। জন হৌল্ডিং- যিনি শহরের ইতিহাসটাই নতুন করে লিখে গেছেন তার জীবদ্দশাতেই। ভীষণ পুরাতন এক রোমাঞ্চকর নগরী লিভারপুল। মনোটোনাস মেট্রোপলিস এ শহরের অলিগলি, রাস্তাঘাট, কৃষ্টি-সংস্কৃতি ও ইতিহাস ছাপিয়ে বিশ্ব দরবারে শিরদাঁড়া উঁচু করে দাঁড়িয়ে আছে একটি ফুটবল ক্লাব, শহরের সাথে মিল রেখে যার নাম লিভারপুল ফুটবল ক্লাব।
সময়ের বিবর্তনে লিভারপুল এখন নিছকই একটি ফুটবল ক্লাবে আটকে নেই আর। বহু মানুষের আবেগ, স্বপ্নের উৎস লিভারপুল এফসি। যে ক্লাব হাসাতে জানে, কাঁদাতে জানে। যে ক্লাব জানে ভালোবাসা আদায় করে নিতে, ভালোবাসার প্রতিদান দিতে। কারা ছিলেন লিভারপুলের আজকের লিভারপুল হয়ে উঠার পেছনে? কতটা রক্ত ঝড়েছে এই পথে? লিভারপুল শহর কি মনে রেখেছে তাদের? এমন অজানা বহু প্রশ্নের জবাব নিয়ে হাজির অল রেডস, যার পুরোটা পথই রোমাঞ্চকর।
Report incorrect information