Category:প্রসঙ্গ: খেলাধুলা
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
অভিজ্ঞজনেরা বলেন মানুষ নাকি ঠেকে শিখে। কিন্তু দ্বিতীয় মেয়াদের শুরুতেই পেরেজের নেয়া সিদ্ধান্তগুলো দেখে মনে হচ্ছিলো ঠেকে তো বটেই ঠকেও কিছু শেখেননি তিনি। যে গ্যালাক্টিকোস-এর পেছনে ছুটতে গিয়ে ইস্তফা দিতে বাধ্য হয়ে ছেড়েছিলেন প্রাণপ্রিয় বার্নাব্যু, দ্বিতীয় মেয়াদের শুরুতেই ছুটলেন তার পেছনে। সবার চোখ কপালে তুলে দিয়ে এক এক করে নিয়ে আসলেন রোনালদো, কাকা, বেনজেমা, জাবি আলোনসোদের। যারা শুরুতেই শেষের শুরু দেখেছিলেন তাদের হতাশ করে একের পর বাঁধা টপকে নিজের লক্ষ্যের দিকে এগুতে থাকলেন এই ক্ষ্যাপাটে ভদ্রলোক। রিয়াল লিখতে শুরু করলো এক নতুন গল্প। যে গল্পের নায়ক কখনো রোনালদো, কখনো ওজিল, কখনো মোরিনহো তো কখনো পেরেজ নিজেই।
ঐদিকে গার্দিওলায় সাওয়ার হয়ে গেলো শতকের পঞ্চাশের দশকের পর প্রথমবারের মতো রিয়ালের একাধিপত্যকে হুমকির মুখে ফেলে দিয়েছে বার্সেলোনা। রিয়ালের সম্ভ্রম বাঁচাতে পেরেজ শরণ নিলেন একদার কাতালান হোসে মোরিনহোর। জন্ম নিলো ফুটবল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর এক অধ্যায়। শুরুটা যেমন ছিল এ অধ্যায়ের শেষটাও কি তেমনই আনন্দপূর্ণ ছিল মোরিনহোর জন্য? না-কি বরাবরের মতো তাল কেটে গিয়েছিল কোথাও? এরপরেই বা কী হলো? ২৪ মে ২০১৪’র রাতে কেউ কি জাগিয়ে দিয়েছিলেন দেবী সিবিলিসকে?
ভালো কথা, বার্নাব্যুতে ইতিহাস সৃষ্টির রাতে আকাশের দিকে তাকিয়ে কাকে খুঁজছিলেন রোনালদো?
Report incorrect information