ফ্লাপ
তুমি আছ আমার অস্তিত্বে
তোমাকেই মনে পড়ে প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে/তোমার তুলনা হয় না, তোমার বিকল্প কিছু নেই/তারপরও শুধু তোমাকেই খুঁজে ফেরা/জানি তুমি কখনও ফিরবে না/ওখান থেকে কেউ কখনও ফেরে না/মনের গভীরে যে ক্ষত তোমাকে ভাবলে কিছুটা প্রশান্তি পাই/আমার প্রিয় খাবারগুলোর কথা ভুলতে বসেছি/মনে থাকলেও আর মনে করি না/তোমার মতো ওরকম ভালোবাসায়- আদরে / তোমার সাথে শিশুকাল থেকে যৌবন অবধি একান্ত সান্নিধ্যে কাটিয়েছি। (কবিতা-তুমি আছ আমার অস্তিত্বে)
‘মায়ের ভালোবাসা’ নামক কাব্যগ্রন্থে কবি মাকে নিয়ে এভাবেই স্মৃতিচারণ করেছেন। পৃথিবীতে সন্তানের বেহেশত হচ্ছে মা। সমস্ত সুখ যেন মায়ের পদতলে। আর সেই মাকেই যখন সন্তান চিরদিনের জন্য হারিয়ে ফেলে তখন তার কাছে আর কোনো কিছুতেই শান্তি লাগে না। চারিদিকে অন্ধকারময় হয়ে পড়ে। কবি সেই স্থানে দাঁড়িয়েই এ কবিতাগুলো লিখেছেন।
Report incorrect information