‘বিবর্ণ আঘাত’ শিখা রানী বিশ্বাসের প্রথম কাব্যগ্রন্থ। তিনি দীর্ঘদিন ধরে কবিতা লেখেন। কখনো বই আকারে তা প্রকাশ করেননি। বন্ধু ও স্বজনদের প্রবল আগ্রহে তাঁর এই বইটি প্রকাশিত হলো। বইয়ের বিভিন্ন কবিতায় মানব-মানবীর প্রেম বিরহের কথা আছে; আছে আনন্দ-বেদনা, হাসি-কান্নার কথাও। অনেক কবিতায় রাজনীতি, অর্তনীতি, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ও নারীদের অধিকারের বিষয়টিও কবিতার উপজ্জীব্য। তাঁর কবিতার মূল আবেদন মানবিকতাবোধ।
Report incorrect information