ফ্লাপ
‘তপোবন’ কাব্যগ্রন্থর কবিতাগুলো ধারণ করেছে সদ্য রক্তস্নাত ২৪-এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের অনেক পদচিহ্ন, ক্ষোভ, আহজারী, আত্মাহতির লম্বা দীর্ঘ সারি। অন্যদিকে এ কাব্যগ্রন্থেই ধারণ করেছে পতিত সময়ের ঝরে পড়া পাতাদের শুকিয়ে যাবার মচমচ শব্দের শিহরণ, আবার রক্তে নাচন লাগানোর মতো উল্কা হয়ে ছুটে আসে অর্জনের, বিজয়ের, বিপ্লবের আনন্দ, মুক্তির সাধ মেলে, অসীম বর্বরতার খাঁচা ভেঙে মুক্ত আকাশে খোলা হাওয়ায় উড়ে বেড়ানোর মুগ্ধতা, উচ্ছলতা, প্রেম-বিরহ, আনন্দ-বেদনা, প্রাণ বৈচিত্র, দেশ প্রেম সমাজ সংস্কারসহ কাব্যগ্রন্থটি হয়ে উঠেছে একটি পরিপূর্ণ বহুমাত্রিক সঞ্চয়।
Report incorrect information