Category:বইমেলা ২০২৫
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
সে ছিল এক অনিন্দ্য সুন্দরী রূপসী কন্যা। দীর্ঘ কালো চুল, নেশা
ধরানো ডাগর ডাগর দু’টো চোখ, ভালবাসায় ভরা উনড়বত নাক, পাতলা
পাতলা রাঙা দু’টো ঠোঁট, দীর্ঘ সুঠাম দেহবল্লরী, বালুচরের মত চিকচিক
করছে আপেল আপেল গাল, কপালে যেন তার আধখানা চাঁদের
আলো। মোট কথা, সৌন্দর্য্য বিচারে ছিল সে এক স্বপেড়ব দেখা
রাজকন্যা।
তবে এ সময় তার দিকে তাকানো ছিল এক কঠিন ব্যাপার। মেয়েটি
একটি ঘরের মেঝেতে একাকী বসা। চারিদিকে ছড়ানো ছিটানো ময়লা-
আবর্জনা। পুঁতিগন্ধময় ময়লা-আবর্জনা তার নিজেরই। সে তার সুন্দর
দু’টো আঙ্গুল মুখের ভেতর ঢুকিয়ে আশ্চর্য্য ঢঙ্গে মৃদু হেসে হাত দিয়ে
ময়লাগুলো নাড়াচড়া করতে লাগলো। আর ময়লাতে হাত মাখিয়ে সে
তার অনিন্দ্য সুন্দর মুখখানাতে মাখাতে লাগলো। অল্প সময়েই তার
মুখখানা বসন্তে আμান্ত রোগীর ন্যায় পঁচা গলা রূপ ধারণ করলো।
Report incorrect information