মাছরাঙা আমাদের গ্রাম-বাংলার খুব পরিচিত পাখি! তাদের আবাস পুকুর, খাল, বিল , ডোবা, নালা, নদী ও সাগরের তীরে! আমাদের সুন্দরবনে বাস করে অনেক মাছরাঙা! সুন্দরবনে একটি তেলের জাহাজ ডুবি হলে সুন্দরবনের নদী-খাল-ক্রিক নির্ভর পাখিরা বিপদে পরে! একটি কালোটুপি মাছরাঙ্গার ডানায় তেল লেগে পাখিটি কাদায় আটকে যায়, পরবর্তীতে পাখিটিকে উদ্ধার করে সেবা প্রদান করে বনে ছেড়ে দেওয়া হয়! আমাদের দেশের মাছরাঙা পাখির বসবাসের বসতি এখন নষ্ট হচ্ছে! সুন্দরবনে মাছরাঙার বিষয়টিসহ গল্পটিতে আছে আমাদের দেশের সকল প্রজাতির মাছরাঙার জীবনের কথা এবং প্রতিদিনের
Report incorrect information