তুমি আসবে বলে অজয় কুমার দাশ মহালদার এর চতুর্থ কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থে ৬৪ টি বৈচিত্র্যময়, ছন্দময় বিভিন্ন রকমের কবিতা রয়েছে। প্রেম প্রীতি ভালোবাসার চিরন্তন কাব্যগাথা, আধ্যাত্মিক চেতনা, নীতিনৈতিকতা, দ্রোহ, মা মাটি মানুষ, নাড়ির টান, দেশপ্রেম তাঁর কবিতার প্রধান উপজীব্য। সমসাময়িক প্রাসঙ্গিক বিষয়াদি নানান রূপক, উপমা, চিত্রকল্প তিনি নিজস্ব দৃষ্টিভঙ্গি ও রচনাশৈলীর মাধ্যমে এর সর্বজনীন, সামাজিক, মানবিক রূপ দান করেছেন। গভীর অন্তর্দৃষ্টি, অনন্য শব্দ চয়ন, ভাব ও অনুভব, মনোময় চেতনা ও অভিব্যক্তির মাধ্যমে তিনি উপস্থাপন করেছেন তাঁর বক্তব্য সাবলীলভাবে এবং বাগায় হয়ে উঠেছে প্রতিটি কবিতা।
Report incorrect information