ইউটিউব কিংবা টিকটক যুগে প্রবেশের আগে পর্যন্ত আবহমান বাংলার নাটা মোদী দর্শক বছর ধরে অপেক্ষায় থাকতো একটি মঞ্চনাটকের জন্য। সাধারণত বসন্তরাতের ভরা জোছনায় মঞ্চনাটকের পালা বসত।সমাজের নানা অবক্ষয়, বৈষম্য আর কুসংস্কারেরা চিত্রা ফুটে উঠতো সেই সব নাটকে। পারিবারিক জীবনের হাসি কান্না আর প্রেম ভালবাসার কাহিনী দেখতে দেখতে রাত ফুরিয়ে যেতো, তৃপ্তির সুধায় মন পূর্ণ করে দর্শক বাড়ি ফিরত। আশাবাদী "মন জোছনায় বসন্ত" বইটি দর্শকের সেই পুরনো স্মৃতি ফিরিয়ে দিতে সফল হবে।
Report incorrect information