পাঠক ও লেখকের মাঝে একটি নিবিড় সর্ম্পক রয়েছে, সেই সর্ম্পকের অটুট বন্ধনে আবদ্ধ হতে স্বপ্নচারিতায় ম্যা হয়ে প্রচন্ড আগ্রহে চেষ্টা করেছি অতি সামান্য কথামালা সাজিয়ে সাহিত্যে রস আনয়ন করতে। চরম বাস্তবতায়, সামাজিক ও পারিাবরিকভাবে মিল করানোর জন্য "মেঘের কেন এত লজ্জা " কাব্যগ্রন্থের ২য় প্রয়াস। সকল শ্রেণির মানুষের জন্য ভালো লাগবে বলে আমি আশা করি। কিন্তু জানি না পাঠক। হৃদয়ে কতটুকু স্থান পাবে। তারপরও বলবো সৌন্দর্য সৃষ্টিও মানবের হিতসাধন আকাঙ্খাই সাহিত্য সৃষ্টির যর্থাথ উদ্দেশ্য অর্জনের চেষ্টায় ত্রুটি করিনি। নিশ্চয় পাঠক হৃদয়ে সাড়া মিলবে আমার এই লেখা কবিতার বই খানি।
Report incorrect information