ব্যক্তিগত আর্তনাদ শোনার আগ্রহ অনেকেরই আছে, কেননা মানুষ তো অন্যের জন্য বাঁচে। গ্রহণের কালে পূর্ণিমার স্বপ্ন গ্রন্থে প্রেম কিংবা বিরহের কথা যেমন আছে তেমনি রয়েছে সমতার স্বপ্ন, কাব্যের গভীরে গেলে পাঠক পাবেন অমূল্য রত্ন। কাব্যগুলোর পঙ্ক্তিতে জীবনবোধ চর্চিত, প্রকৃতির কথা, একটি নিস্ফলা দুপুরের কথা সহজ-সরল শব্দে হয়েছে বর্ণিত। আমরা জানি ব্যক্তির সত্তা-তাত্ত্বিক অনুভূতির নির্যাস ও মৌহুর্তিক বয়ান কবিতা, মুহূর্তের ক্ষুদ্র অনুভূতিকে যদি ধারণ করা না যায় তবে কবিতা চর্চা বৃথা। মননের নিভৃত নির্জনতায় কবিতা দেয় প্রেরণা, কবিতা তখনও ছিল যখন পৃথিবীর মানুষের কোনো অক্ষরজ্ঞান ছিল না। কবিতায় রয়েছে ভিন্ন ভিন্ন রূপ যা কল্পনার রাজ্যে স্বপ্ন জাগিয়ে দেয়, কবিতা জটিল কিছু নয় বরং কবির সৃজন মনকে আপন রঙে রাঙিয়ে নেয়। শব্দের কারুকাজে থাকে ছন্দের অনিন্দ্য ব্যবহার, মাধুর্যময় শৈল্পিক নির্মাণে খুলে নতুন দ্বার। ইরশাদ জাহান চৌধুরীর কাব্যে সময়, জীবন ও প্রকৃতির ঐক্যতান বিদ্যমান তাই ব্যাকরণ না খুঁজে নিগূঢ় নির্যাসটুকু নিন, এই গ্রন্থের অক্ষরগুলো আপনার সুরেই
Report incorrect information