‘যাবো ফিরে গ্রামে’ একটি অসাধারণ কাব্যগ্রন্থ। প্রকৃতির এত সাবলীল প্রকাশ আমাকে মুগ্ধ করেছে। পাঠের সাথে সাথে প্রতিটি দৃশ্যই হৃদয়ে জেগে ওঠে। নিজেকে ভাসিয়ে নিয়ে যায় চেনা পৃথিবীতে। আত্মার জোর তথা গভীর সংবেদনশীলতা না থাকলে কারো পক্ষে এমন অনবদ্য সৃষ্টি অসম্ভব।
এই কাব্যগ্রন্থ প্রত্যেক পাঠককে তার চেনা পৃথিবী নিয়ে, চারিপাশের প্রকৃতির অনবদ্য রূপ নিয়ে ভাবতে, ভাবাতে এবং জীবনবোধের উপলব্ধিতে সহায়তা করবে।
Report incorrect information