সোনালি সকালের প্রত্যাশায় আমার প্রথম কাব্যগ্রন্থ। জীবন চলার পথে মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণায় আমাকে অনুপ্রাণিত করেছে। এই অনুপ্রেরণা থেকেই মূলত লেখালেখি।
তাছাড়া সমাজের চারিদিকে অনাচার, বিদ্রোহ, দ্রোহ, অসাম্য, প্রকৃতি, প্রেম, ভালোবাসা, বিরহ, বাংলার অপরূপ সৌন্দর্য প্রকৃতির অপার মহিমা আমার কবি-মনকে নাড়া দিয়েছে, আকৃষ্ট করেছে।
এই কাব্যগ্রন্থটি সকল শ্রেণিরপেশার মানুষের জন্য লেখা হয়েছে। কাব্যগ্রন্থটি বাংলার মানুষকে রুচিশীল ও গঠনমূলক সাহিত্য উপহার দেয়া, অসাম্য ও অসত্যের কাছে মাথানত না করা।
Report incorrect information