* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
উল্টো দেশ
সেই দেশটির সব পাখিরা সাঁতরে বেড়ায় জলে
মাছগুলো সব দূর আকাশে ওড়ে দলে দলে,
শাপলা ফোটে ঘরের চালে কুমড়ো জলের মাঝে
বড়রা সব শুয়ে থাকে শিশুরা যায় কাজে।
কাঁদে সবাই খিলখিলিয়ে হাসে যে হাউমাউ
সেই দেশটির বনের রাজা গরু মানে কাউ,
গরমকালে সেইখানে যে কম্বল দেয় গায়
শীতের দিনে ভীষণ জোরে ফ্যান-এসি চালায়।
এক কথাতে সেই দেশটির উল্টো সকল কিছু
বলছটা কী, মিথ্যা বলছি মনটা আমার নিচু!
হেলাফেলা করছ কেন এমনভাবে হেসে?
সত্যি বলছি স্বপ্নে আমি গিয়েছি সেই দেশে।
কাগজের প্লেন
কাগজের এ প্লেনে তোমরা কি চড়বে?
বললে কী! এ প্লেনে কয়জন ধরবে?
আরে বোকা! বুড়ো নাকি? বুদ্ধি কি ঝরেছে?
কাগজের এ প্লেনে কোনো লোক চড়েছে?
বোঝো না তো খেলাধুলা বোঝো না তো ফুর্তি
কথাতেই চেনা যায় বোকাদের মূর্তি,
থামো থামো, কেঁদো না তো এসে বসো এখানে
প্লেনটা ওড়ালেই দৌড় দেবে সেখানে।
মনে মনে ভেবে নেবে প্লেনেই যাচ্ছি
খুব জোরে বলবে, কী যে সুখ পাচ্ছি,
তার আগে ইঞ্জিনে কিছু তেল ঢেলে নেই
সীমাহীন মজা ভরা কাগজের প্লেনেই।
Report incorrect information