শিশুসাহিত্য কেবল শিশুদের জন্যই নয়, এটি বড়দের মনেও শৈশবের স্মৃতি জাগিয়ে তোলে। ছড়ার সহজ-সরল ছন্দ, হাস্যরস, মিষ্টি বোধগুলো শুধু ছোটদের আনন্দ দেয় না, বড়দের মনকেও নির্মল করে। শিশুরা যেমন নতুন কিছু শেখার আনন্দ পায়, তেমনি বড়রাও ছড়ার মধ্যে খুঁজে পান হারিয়ে যাওয়া শৈশবের স্পর্শ।
‘নীল জোনাকির ভিড়ে’ আমার দ্বিতীয় ছড়াগ্রন্থ। এই বইয়ের প্রতিটি ছড়া শিশু-কিশোরদের কল্পনাশক্তি ও চিন্তাধারাকে প্রসারিত করার প্রয়াস নিয়ে লেখা হয়েছে। পাশাপাশি, অভিভাবক, শিক্ষক এবং সাহিত্যমনস্ক বড়দের জন্যও এখানে খুঁজে নেওয়ার অনেক কিছু রয়েছে। শিশুরা আনন্দ পাবে, শিখবে, হাসবে—আর বড়রা ফিরে যাবেন তাদের ছোটবেলার দুরন্ত দিনে।
এই গ্রন্থের ছড়াগুলো প্রকৃতি, খেলাধুলা, মানবিক মূল্যবোধ, কল্পনার জগৎ ও হাস্যরসে ভরপুর। শিশুরা যেন সহজেই বুঝতে পারে, আনন্দ পায় এবং তাদের মননশীলতা বিকাশে সহায়ক হয়—সেই ভাবনা থেকেই লেখা।
এই বইটি প্রকাশের পেছনে প্রকাশকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশনীর প্রতি, যারা আমার লেখাকে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। তাদের আন্তরিকতা, যত্ন ও পরামর্শ বইটিকে আরও সমৃদ্ধ করেছে। পাশাপাশি, যারা বইটি প্রকাশের প্রতিটি ধাপে আমাকে উৎসাহ দিয়েছেন—সবাইকে আন্তরিক ধন্যবাদ।
Report incorrect information