কর্মজীবনে সাফল্যের চূড়ায় অবস্থান করেও একান্ত ব্যক্তিগত জীবনে দুর্যোগের ঘনঘটা যার পিছু ছাড়েনি কখনো, তেমনই একজন এ উপন্যাসের প্রধান নারীচরিত্র জুলেখা জাবিন, যার পিতা বাল্যকাল থেকে নানা বিপর্যয়ে আবেগ-তাড়িত, প্রচণ্ড জেদি এক মানুষ। অন্যদিকে সত্যের পথে আপসহীন তার স্বামী সীমাহীন প্রেম বুকে নিয়েও বিচ্ছেদের পথে হাঁটেন। এক অদম্য মানসিক শক্তি নিয়ে সংগীতের বিনোদন জগতে জীবন কাটিয়ে দিলেও নিজের গায়ে দুর্নামের ছিটেফোঁটা লাগতে দেননি লাখো-কোটি মানুষের এ মানসপ্রিয়া। দুর্বার গতিতে সেলিব্রিটি হয়ে ওঠা সত্ত্বেও সাদামাটা, সাধারণ জীবনপ্রয়াসী, অসাধারণ এক নারীর গল্প 'এক নক্ষত্রের যাতনা'।
একজন সেলিব্রিটির জীবন প্রায়শই বাহ্যিক চাকচিক্যে মোড়ানো থাকে। নিজের সৎ ও সহজ-সরল সত্তাটি, না চাইলেও অনেকের ক্ষেত্রে অবধারিত পারিপার্শ্বিক বাস্তবতার কারণে হারিয়ে যায়। কী নিরন্তর সাধনায় জুলেখার মতো উঁচু মাপের একজন বিখ্যাত শিল্পী তার পরিপূর্ণ অকৃত্রিম সত্তাটি ধরে রাখতে সক্ষম হলেন, উপন্যাসটি পড়তে পড়তে যত সামনে এগিয়ে যাবেন, তার চরিত্রের এ দিকটি পাঠকের কাছে ততই উন্মোচিত হবে।
Report incorrect information