Category:লোকশিল্প ও সংস্কৃতি
তানজিলা জান্নাত রুমা 'চীনা উৎসব ও রীতিনীতি' বইটিতে চীনের উৎসব ও রীতিনীতির উৎপত্তি, লোক-ঐতিহ্য, চীনা ঐতিহ্যবাহী মৌসুমি থিম এবং লোকপ্রথার উপাখ্যানমূলক কাহিনি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। বইটি উৎসব এবং রীতিনীতির নিদর্শনসহ চীনা ঐতিহ্যগত সংস্কৃতির একটি প্রকৃত প্রাথমিক পাঠ্যক্রম। উৎসব ও রীতিনীতি সম্পর্কিত সচিত্র এই উপস্থাপনের মাধ্যমে পাঠক সহজেই চীনা ঐতিহ্যগত সংস্কৃতি জানতে পারবেন।বইটি আগ্রহী পাঠকদের ক্রস-কালচারাল স্বাদ পেতে সাহায্য করবে।
Report incorrect information