বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
দু'জন সম্পূর্ণ ভিন্ন চরিত্রের প্রেমিক পুরুষের প্রেম অবগাহনের গল্প এই উপন্যাস। এদের মধ্যে একজন শিল্পী, অন্যজন এক ক্ষমতাবান সাংবাদিক। যেই নদীতে ডুব দিয়ে এরা পেয়েছে অজস্র মণিমাণিক্য সেই নদীর নাম আলোকঝর্ণা। যে এদের গ্রহণ করেছে আবার ফিরিয়েও দিয়েছে। কিন্তু কী পেয়েছিল সে নিজে?
এই উপন্যাস চিরাচরিত ত্রিকোণ প্রেমের গল্প বলেনি। দু'জন পুরুষই নায়কোচিত। কেউ ভিলেন নয়। ইমনের প্রেম যদি হয় দ্যুতিময়, তাহলে ময়ুখের প্রেম রাজ্যপাট। সব পুরুষই মেল-শভিনিজমে ভোগে না। তাই এক নারীকে দু'জনে ভালোবেসে এরা দ্বন্দুযুদ্ধ করতে উদ্যত হয়নি। বরং কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচাতে চেয়েছে প্রিয়তমাকে। মানসিক টানাপোড়েন, উচ্ছলতা, সরলতা, সরসতা আর নিবিড় জটিলতার কোলাজে গাঁথা এই কাহিনি।
কথক ঈপ্সিত জানে সেই আশ্চর্য নারীর জাদুদণ্ডের হদিশ। মুগ্ধ শ্রোতা হরপ্রীতের পাশে যদি দাঁড়ায় অগণিত পাঠক, তাহলেই সার্থক হবে এই 'আলোকঝর্ণা'।
Report incorrect information