বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
শেষে চতুর্থ পুত্র জন্মগ্রহণ করার পর ঋতধ্বজ তার নামকরণ করতে গিয়ে দেখলেন মদালসা হাসছেন। রাজা কৌতূহলী হয়ে বললেন, 'পুত্রজন্মের পর আমি নামকরণ করতে উদ্যত হলেই তুমি হাসতে থাকো কেন? ক্ষত্রিয়দের শৌর্য ও দর্পসংযুক্ত নাম রাখা উপযুক্ত বলেই তিন ছেলের তেমন নাম রেখেছি। এই নামগুলি তোমার বিবেচনায় যদি সঠিক না মনে হয়, তবে তুমি স্বয়ং চতুর্থ পুত্রের নামকরণ করো।'
মদালসা বললেন, 'বেশ, এই চতুর্থ পুত্র ধার্মিক হবে এবং তার নাম দিলাম অলর্ক।'
অলর্ক শব্দের অর্থ 'পথের কুকুর'। তাই রাজা বললেন 'এ কেমন নাম দিলে?'
সন্তানের নামকরণের সময় কেন জননী হাসতে থাকেন? কেনই বা এমন নামকরণ? প্রিয় সন্তানের নামকরণের কোনো গুরুত্ব কি জননী অনুভব করেন না?
Report incorrect information