বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
বাংলা সাময়িকপত্রের ইতিবৃত্ত'-র তৃতীয় খণ্ডের সময়কাল ১৯৫১ থেকে ১৯৬৩ সাল। এই কালখণ্ডে প্রকাশিত প্রায় ২১টি নির্বাচিত সাময়িকপত্র আলোচিত। পাঁচের দশক থেকে বাংলা সাহিত্যধারাকে পুষ্ট করেছে লিটল ম্যাগাজিন। পত্রিকাগুলি কালে কালে রাজনীতি, সমাজনীতি, বিচিত্র সাহিত্য ভাবনায় ঋদ্ধ হয়েছে। যষ্টিমধু, সমকালীন, কৃত্তিবাস, ময়ুখ, অনুক্ত, সুন্দরম, বর্তিকা, কবিপত্র প্রকাশ, এক্ষণ ও দর্শক পত্রিকার বিষয় ভাবনা আমাদের সাহিত্য-সংস্কৃতির পরিচয় বহন করে। প্রতিটি পত্রিকার বিশেষ বিশেষ সংখ্যা অতুলনীয়। পত্রিকাগুলির সম্পাদকগণ আত্মসর্বস্ব নন, আপন আপন কর্মকাণ্ডে তাঁরা বৃত।
নতুন নতুন কবি-লেখক-প্রাবন্ধিক অনুসন্ধান এঁদের প্রথম ও প্রধান কর্তব্য ও দায়িত্ব মনে করতেন। তবে দুর্ভাগ্য, পত্রিকার সম্পাদক চলে যাবার সঙ্গে সঙ্গে পত্রিকাটিও যোগ্য উত্তরসূরির অভাবে বন্ধ হয়ে যায়। এই খণ্ডে আলোচিত পত্রিকাগুলির পাঠক পাঠ নিলে তাঁদের চিন্তার জগৎ বিস্তৃত গভীর হবে।
Report incorrect information