"একটি গোলাপের অপেক্ষায় "
কাব্যগ্রন্থটির নাম রূপক অর্থে ব্যবহার করা হয়েছে।
৬১টি কবিতায় আছে মান -অভিমান,মানসিক টানাপোড়েন, হৃদয়ের রক্ত ক্ষরণ, স্বপ্নের মৃত্যু, প্রিয়জন হারানোর বেদনা,প্রিয়জনকে ফিরে পাওয়ার আকাঙ্খা, মেকি ভালোবাসার প্রতি বিদ্রোহ,ক্ষোভ, প্রতিশ্রুতি ভঙ্গের বেদনা, ভুলে যাওযার চেষ্ঠা, খোদার মহিমা, পিতামাতার প্রতি ভালোবাসা ও দেশপ্রেম এর সবদিক ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন কবি স্বমহিমায়।
Report incorrect information