কর্মজীবনে প্রবেশের কয়েক বছর পর থেকেই কর্মব্যস্ততার পাশাপাশি সংসারের বিবিধ দায়িত্ব ভর করে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর মুদ্রাস্ফীতির এই সময়ে খরচের চাপও সমানতালে বাড়তে থাকে। মাসিক আয় এবং ব্যয়ের হিসাব কিছুতেই যেন মিলতে চায় না। এমতাবস্থায় অফিস এবং সংসার টানতে টানতে নিজের শরীর এবং মন কোনোটারই যত্ন নেওয়া হয়ে ওঠে না। ফলে শরীর এবং মনে এক ধরনের বার্ধক্য চেপে বসতে শুরু করে। জীবনের প্রতি নির্লিপ্ততা, চ্যালেঞ্জ নিতে অনিচ্ছা ইত্যাদি নেতিবাচক লক্ষণ দেখা দেয়; মনে হয় যেন সবকিছু ছেড়ে পালিয়ে যায়। আস্তে আস্তে কারো কারো জীবনে হতাশা নেমে আসতে দেখা যায়। অনেকের মধ্যে আবার ধর্ম পালনেও আস্তে আস্তে উদাসীনতা চলে আসে। বাল্যকালে মক্তবে হুজুরের কাছে শেখা পবিত্র কোরআন আর সহসাই পড়ার সুযোগ হয়ে ওঠে না। সবকিছু মিলিয়ে দুনিয়া ও আখিরাত কোনো অঙ্কই যেন মিলতে চায় না; হতাশা যেন আরও ঘনীভূত হয়।
এই বইটি আপনাকে কীভাবে স্মার্টলি পেশাদার কাজকর্ম সামলে সাফল্যের দেখা পাবেন, সে ব্যাপারে গাইড করার পাশাপাশি কীভাবে পরিবার এবং নিজেকে সময় দিবেন, নিজের শরীর ও মনের যত্ন নিয়ে ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেইনটেইন করে পথ চলবেন, সে ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিবে। শুধু তাই নয়, বইটি আপনাকে আর্থিক ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পথ দেখাবে। হারিয়ে ফেলা নিজেকে কীভাবে মহান রবের কাছে সঁপে দেওয়া যায়, সে বিষয়ে আলোর দিশা দিবে বলে আমার বিশ্বাস। সব মিলিয়ে বইটি আপনাকে কর্মজীবন থেকে শুরু করে, ব্যক্তি ও পারিবারিক জীবন তথা আর্থিক ব্যবস্থাপনা এবং ধর্মীয় জীবন নিয়ে ভারসাম্য আনার পাশাপাশি নতুন করে ভাবতে শেখাবে।