Category:প্রাচীন বাংলার ইতিহাস
পলাশীর ঐতিহাসিক রণাঙ্গন ভাগীরথীর গর্ভে অনেক আগেই বিলীন হয়েছে। কিন্তু বিশ্বাসঘাতকার চাদরে মোড়া পলাশীর রণাঙ্গন আজো রক্ত ও অশ্রু ভেজা হয়ে কথা বলে ইতিহাসের পাতায় পাতায়। সেখানে অক্ষরগুলো বেদনার রাগে নীল হয়ে বুকে বিঁধে আপামর বাঙালির হৃদয়ে...।
কিছুটা আবেগ কিছুটা ভালোবাসা আর ইতিহাসের মূল্যবান উপাদানকে আশ্রয় করে রচিত হয়েছে ‘পলাশীর কান্না’। এটি ইতিহাসের বই নয়, মূল ঘটনাপ্রবাহকে আত্মস্ত করে নতুন প্রজন্মের চোখ দিয়ে পলাশী প্রান্তর, নবাব সিরাজউদ্দৌলা, মুর্শিদাবাদকে কাছে থেকে দেখা, ইতিহাস ও ভূগোলের সিঁড়ি বেয়ে সেই দিনগুলোর কাছাকাছি পৌঁছানোর প্রয়াস...
যাঁরা ছিলেন বীর, তাঁদের স্মরণ করা হয়েছে শ্রদ্ধা ও ভালোবাসায় আর যাঁরা ছিলেন বিশ্বাসঘাতক, তাদের একে একে পরিচয় করিয়ে দেয়া হয়েছে।
ভ্রমণকাহিনির আদলে লেখা হলেও সম্পূর্ণ রচনাটি ইতিহাসের তথ্য-প্রমাণের ভিত্তিতে; ড. মোহাম্মদ আলী খানের বর্ণিল উপস্থাপনা পাঠককে আড়াইশ বছরের আগের সময়ে নিয়ে যাবে।
Report incorrect information