"যারা আল্লাহ তা'আলা ও তদীয় রসূলের আনুগত্য করবে তারা জান্নাতে ঐ সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদের সাথে অবস্থান করবে যাঁদেরকে আল্লাহ তা'আলা অফুরন্ত নেয়ামত দান করেছেন। তারা হলেন আম্বিয়া (আঃ) ছিদ্দিক্বীন, শহীদান ও সালেহীনগণ, কতইনা উত্তম সাথী তারা।”
হযরত আলী (রাঃ)কে কেউ জিজ্ঞাসা করেছিলেন, হুযুর (সঃ)-এর সাথে আপনার কতটুকু মুহাববাত ছিল? তিনি বললেন আল্লাহর কসম হুযূর (সঃ) আমাদের নিকট স্বীয় জান-মাল সন্তান-সন্ততি পিতা-মাতা এবং ভীষণ গরমের সময় ঠাণ্ডা পানি অপেক্ষাও অধিকতর প্রিয় ছিলেন।
হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, হুযুর (সঃ) ইরশাদ করেন, তোমাদের মধ্যে ঐ ব্যক্তি কখনও প্রকৃত মু'মিন হতে পারবে না যতক্ষণ আমার মুহাববাত তার পিতা-মাতা, সন্তান-সন্ততি এবং সমস্ত মানুষ হ'তে অধিকতর না হবে। হযরত ছোহায়েল তছতরী (রঃ) বলেন, যে ব্যক্তি প্রতি ক্ষেত্রে প্রিয় নবী (সঃ)কে আপন অভিভাবক মনে না করে এবং নিজের নফসকে নিজের অধীন মনে করে