Category:বয়স যখন ১২-১৭: সায়েন্স ফিকশন
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
অস্থির নিমির ভালো লাগে না স্পেসশিপ নিউজারে। তার ইচ্ছে হয় আফ্রিকার জঙ্গলে অভিযানে যেতে। রাজি হয় না ইফিন, ডিডি আর টম। কিন্তু নিমি নাছোড়বান্দা। সে আফ্রিকার জঙ্গলে যাবেই যাবে। তাই গোপনে টাইম মেশিনে আফ্রিকার জঙ্গলে পৌঁছে যায় সে। আর সেখানে গিয়ে বুঝতে পারে কত বড়ো ভুল সিদ্ধান্ত নিয়েছে। ঘটনাক্রমে আটক হয়ে পড়ে ভয়ংকর জংলীদের হাতে। জংলীরা নিমিকে হত্যা করে তার মাংস ভক্ষণ করবে।
এদিকে ইফিন আর টম নিমিকে উদ্ধার করতে অভিযানে নামে। তারাও টাইম মেশিনের ম্যাধমে পৌঁছে যায় আফ্রিকার জঙ্গলে। এখানে জীবন যে কতটা বিপদসংকুল না এলে বুঝতে পারত না। পদে পদে বিপদ। সেই বিপদ কাটিয়ে শেষ পর্যন্ত তারা পৌঁছে যায় জংলীদের গ্রামে।
কিন্তু ভাগ্য তাদের সহায় হয় না। নিমিকে উদ্ধার করতে গিয়ে বন্দি হয়ে পড়ে ইফিন। তার হাত থেকে খুলে ফেলা হয় ডিজিটার। এখন চাইলেও সে আর স্পেসশিপে ফিরে আসতে পারবে না। আবার গহীন জঙ্গলে তাকে উদ্ধারেরও কেউ নেই। টম কতটুকু পারবে সন্দেহ আছে। টম অবশ্য পরিকল্পনা করেই যাচ্ছে। কিন্তু বাস্তবতা যে বড়ো কঠিন! জংলীদের কাছ থেকে প্রথমে উদ্ধার করতে হবে ডিজিটার, তারপর মুক্ত করতে হবে ইফিনকে, তারপর ফিরে যেতে হবে স্পেসশিপে। কাজগুলো এত সহজ নয়, সে একা কি পারবে? নাকি শেষ পর্যন্ত সবাইকে মৃত্যুবরণ করতে হবে ভয়ংকর আফ্রিকার জঙ্গলে।
Report incorrect information