Category:বইমেলা ২০২৫
বাংলাদেশের ইতিহাস লেখার কাজ নিঃসন্দেহে কঠিন। ইতিহাসের যে ন্যারেটিভ এখানে হাজির আছে, তা মূলত উদ্দেশ্যপ্রণোদিত। এই উদ্দেশ্যপ্রণোদিত ইতিহাসে বেশিরভাগ সময় 'নায়ক'রা 'ভিলেন' আবার 'ভিলেন'রা 'নায়ক' হিসেবে পরিচিতি পেয়েছেন। বাংলাদেশের রাজনৈ-ি তক জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে যাদের অবদান সবচেয়ে বেশি তারা এই ইতিহাসে হয় অনুপস্থিত, নয়তো উপেক্ষিত। সেই মুছে দেওয়া ইতিহাসের বহু ঘটনা জানা যাবে এই বইতে। গল্পের মতো করে লেখা সেই ইতিহাস আপনাকে কখনো বিস্মিত করবে, কখনো আতঙ্কিত করবে, কখনো-বা কাঁদাবে। পাঠক হিসেবে আপনি বুঝতে পারবেন, এত রক্ত আর ত্যাগের বিনিময়ে পাওয়া একটি স্বাধীন রাষ্ট্র কী কী কারণে আজ প্রায় ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে।
Report incorrect information