আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
শ্রীকান্ত,
তোমাকে বলতেই আর বলা হলো না।
কি যেনো জমে ছিলো এই হৃদয়জুড়ে।
হৃদয়ের সব বদ্ধ জানালাগুলো খুলে দিলাম আজ এক সাথে।
হুহু করে বয়ে যাওয়া ভারী বাতাস লেগেছে কানের কাছে,
তোমাকে আর বলা হলো না।
জন্ম জন্মান্তর যে বাসনা পুষে রেখে ছিলাম
আমি তার পাহাড়া দিয়ে চলেছি দিনের পরদিন
যদি সুযোগ আসে কখনো এতোটুকু।
তোমাকে শোনাতে চাই আমার অস্ফুটো ভাষাগুলো।
আমার গুমরে গুমরে যে অভিযোগ আর অভিমান কেঁদে ওঠে
হৃৎপিণ্ডের ভিতরে প্রবেশ করার মুহূর্তে ঝরে পড়া
রক্তের ফিনকি তা শুধু তোমার নাম শ্রীকান্ত।
তাই ফিরে আসি কিছু বলতে পারি না।
আমি বরং হেসেই উড়িয়ে দেই দূরের নদীর ধারে বসে কিছু¶ণ।
প্রেম যেমন ফিরে আসে দ¶িণা বাতায়নে ভীষণ রকম কষ্ট পেয়ে।
কতবার ভেবেছি নতুন রূপে নতুন করে
পুরানো শব্দ মালা গেঁথে তোমার গলে পড়িয়ে দিবো।
বিনি-সূতার মালা মায়ায় জড়ানো
পড়াতে গিয়ে কোথায় ছিঁড়েছে মিলাতে পারি না।
তোমাকে বলবো বলে কয়েক শত মাইল পাড়ি জমিয়ে
চাঁদের কাছে নিজেকে সপেছি বহুবার।
তোমার জোছনার আলোতে মুখখানা
বড্ড বেশি ভালো লাগে তাই চাঁদের সাথে
গড়েছি সখ্যতা তবুও বলতে পারি না।
আমাবস্যার অন্ধকারে ডুবেছো তুমি।
বলবো বলে কতবার তোমার পানে তাকিয়ে ছিলাম
অকারণে কত কথা তোমাকে বলেছি
অথচ যে কথা বলতে চেয়েছিলাম তা আর বলা হলো না।
Report incorrect information