Category:বইমেলা ২০২৫
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
সার্চ ওয়ারেন্ট নিয়ে আজ বেশ কয়েকটি জায়গায় রেইড মারতে হবে। আপাতত তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। যদি প্রয়োজন হয় স্থান আরও বাড়িয়ে নেওয়া যাবে। দীর্ঘ প্রস্তুতি নিয়েই বাড়ি থেকে বের হতে মানসিকভাবে আইনউদ্দিন প্রস্তুত হয়েছে। গতকাল রাতে থানা থেকে বাড়ি ফেরার আগে সে আর আনন্দ ধর সব পরিকল্পনা সাজিয়ে তবে বাসায় ফিরেছে। পরিকল্পনা সাজানো হয়েছে যতখানি সাধ্যে কুলায় তার সর্বোচ্চ দিয়ে।
আইনউদ্দিন আয়রন করা পরিপাটি ইউনিফর্ম পরিহিত অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ। তাকিয়ে থেকেও সে আসলে কিছু দেখছে না। না নিজেকে না আয়নাকে, কিছু একটা ভাবনা মাথায় এবং মনে ঘুরপাক খাচ্ছে। এমন সময় মোবাইল ফোন বেজে উঠল। মোবাইল ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখল নম্বরটি তার অপরিচিত কারণ নম্বরটি ফোনবুকে সংরক্ষণ করা নেই। তবে কেমন পরিচিত ঠেকল। কলটি রিসিভ করে কানের সাথে লাগিয়ে সালাম দিতে বাঁকাভাবে আলাপচারিতা শুরু হলো।
Report incorrect information