এটি একটি বাংলা কবিতার বই।
“তোমার জন্য সারাটা দিন অপেক্ষাতে থাকা
ব্যস্ত সময় পালিয়ে যাবে বলে
তোমার জন্য মনের মাঝে ইচ্ছে রাখি জমা
হয়নি বলা যায় যে সময় চলে!
তোমার জন্য লুকিয়ে রাখা মেঘের উড়োচিঠি
হয়নি পড়া আজও তেমন আছে
তোমার জন্য বুকের জমিন সবুজ করে রাখা
ইচ্ছে হলেই আসতে পারো কাছে।
তোমার জন্য সামলে রাখি বাহারি ফাল্গুন
দিনের শেষে ফুরিয়ে যাবে তাই
তোমার জন্য বুকের মাঝে সূর্য রাখি ধরে
শেষ বিকেলের আলোয় তোমায় চাই।”
Report incorrect information