Category:থ্রিলার
নিতি ভালোবেসে বিয়ে করে সুরুজকে। অথচ সেই ভালোবাসার পেছনে লুকিয়ে ছিলো ভয়ংকর ইতিহাস। নিতির মায়ের সঙ্গে সুরুজের অনৈতিক সম্পর্ক ছিলো। এই সম্পর্কটাকে জোরালো করতেই নিতিকে বিয়ে করে সুরুজ। বিয়ের পরও স্বাভাবিকই কেটে যায় তাদের দিন, সংসার। ধীরে ধীরে নিতি সব বুঝতে পারে। তবুও সে চুপ করে সহ্য করে নেয় সব। সুরুজকে তেমন কিছুই বুঝতে দেয় না। কিন্তু নিতি তাকে অন্ধের মত বিশ্বাস করেছিলো। সুরুজ তার বিশ্বাসে যে গুঁড়োবালি দিলো এটা ভাবতেই নিতি অস্বাভাবিক হয়ে পড়ে। নিতি এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় সে যদি সুরুজকে কাছে না পায় তাহলে তাকে আর কাউকেই পেতে দেবে না। এই সিদ্ধান্তেই সে সুরুজকে খুন করার পরিকল্পনা করতে শুরু করে। তারপর নিতি সুরুজের মুখ কিংবা মুখোশের পার্থক্য ধরে ফেলে।
Report incorrect information