আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
সময় বলে আসলে কিছু কি আছে? অতীত বা ভবিষ্যৎ বলেও কিছু নেই। অতীত স্মৃতির খেলা আর ভবিষ্যৎ স্রেফ আশা। এই আশা এবং স্মৃতি দুটোই আমাদের মনের অনুভূতি। জলিল মাস্টার কথাগুলো ভাবতে ভাবতে আকাশের দিকে তাকালেন। তারপর রাস্তার ওপারের ধানক্ষেতের ওপর উড়ে যাওয়া পাখির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন।
সৃষ্টির অপার রূপ-রহস্যে ধ্যানমগ্ন সত্যান্বেষী লেখকে বোরহান মাহমুদের অনুসন্ধিৎসু মন খুঁজে ফেরে স্রষ্টার অস্তিত্ব। তার অস্তিত্বের স্মারক জলিল মাস্টার।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র নিষিদ্ধ পল্লীর মমতা,সাইফুলের জীবনে ঘটতে থাকে একের পর এক নাটকীয় ঘটনা। এদিকে একজন মানুষ খুন হলো রাতের অন্ধকারে নিষিদ্ধ পল্লীতে। প্রতারক প্রেমিকের খপ্পরে পড়ে নিষিদ্ধ পল্লীতে ঠাঁই পাওয়া গ্রামীণ কিশোরী মমতা
সাইফুলের হাত ধরে স্বাভাবিক সুন্দর জীবনের স্বাদ পায় । মমতা সাইফুলের প্রেম ও দেহজ কামনা বাসনার অনাবিল রসায়নের ঘোর আছন্নতায় চমকিত হবেন পাঠক। সেই ঘোরের রেশ পাঠকের মনে স্থায়ী
প্রভাব ফেলবে।
মানুষের জীবনের এত বাঁক বদল সব কি মানুষের ইচ্ছাতেই হয় নাকি আর কেউ এসব ঘটান? স্রষ্টা? মানুষ কি কেবলই ক্রীড়নক? এমন সব জীবনজিজ্ঞাসায় তথা দার্শনিক ভাবনায় অনুসন্ধিৎসু করে তুলবে পাঠকের মনকে। বোরহান মাহমুদের "স্রষ্টা" উপন্যাসের প্রতিটি চরিত্র ঔপন্যাসিক জীবন থেকে তুলে এনে উপযুক্ত ভাষা দিয়ে নির্মাণ করেছেন।
এ উপন্যাসের আদ্যোপান্ত লুকিয়ে থাকা এক মায়াময় ঘোর পাঠককে গভীরভাবে আচ্ছন্ন করবে।
Report incorrect information