কাশ্মীরকে লোকেরা বলে, প্রকৃতির ভার্জিন বিউটি কিবা ভূস্বর্গ। দুসপ্তাহ সফর করে, ইতিবৃত্তান্ত লিখে স্থিরচিত্রসহ প্রবন্ধ ফেসবুকে আমার টাইমলাইনে ধারাবাহিকভাবে পোস্ট করেছি গেলো জুলাই-অক্টোবর সময়কালে। দুবারের শ্রী অমরনাথ যাত্রা-২০২৪ এর তীর্থযাত্রী, কাজন ব্রাদার ফালান সাহা (ফালান) এর ভ্রমণসঙ্গী হই। বাঁচার তাগিদে গিরগিটি রঙ বদলায়, মানুষ রঙ বদলায় স্বার্থের টানে। মনুষ্যসমাজে সবচেয়ে বড়ো সমস্যা, লোকেরা যে যেমন, নিজ নিজ কল্পনায় অন্যদের সেইকাতারে দাঁড় করায়। তথাকথিত ভূস্বর্গ কিবা প্রকৃতির ভার্জিন বিউটি কাশ্মীর সফরে জানাশোনায় লোকেদের অনৈতিক আর অভব্যতার বাস্তবানুগ কথার উল্লেখ প্রাধান্য পায় ‘গিরিগিটি ও মুখোশ’ নামে ধারাবাহিক প্রবন্ধে। সেই লেখাগুলোর ভাজে ভাজে উল্লেখ করা হয়েছে যে, নিজেদের স্বার্থ বিবেচনায় মানুষ কতরকম ক্ষতিকারক মিথ্যা আর প্রতারণামূলক ঘটনা ঘটায়। বস্তুত লেখাগুলোর সেসব তথ্য উপাত্তের ভিত্তিতে ’ফালান’ নামকরণ করে রচিত আমার উপন্যাস। বলাইবাহুল্য এই ফালান নামকরণের প্রকৃত অর্থ বিনামূল্যে কিবা ফেলনা।
Report incorrect information