আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
ভূতের আবার বিয়েও হয় নাকি? এ তো অদ্ভুত এক ভূতুড়ে কাণ্ড! অদ্ভুত বা কিম্ভুত যাই বলো না কেন, এই কাণ্ডের কথাই বলেছেন লেখক ও শিশুসাহিত্যিক দীপক রায় তাঁর ভূতের বিয়ে বইটিতে। দাঁড়াও দাঁড়াও, এখনই অস্থির হয়ো না। আগে সুস্থির হয়ে পুরো বইটি পড়ে শেষ করো, তারপর তুমি আর বন্ধুরা মিলে এই বিয়ে নিয়ে- না না শুধু বিয়েই নয়, বইটি নিয়েও যে বিস্তর আলাপ করতে হবে সে তো জানোই। এ তো কেবল বিয়ে নয়, শর্তযুক্ত বিয়ে। এত এত শর্ত পূরণ করে শেষ পর্যন্ত বিয়ে হবে তো? কারণ বিয়ে করতে হলে যেসব শর্ত পূরণ করতে হবে তার মধ্যে সবচেয়ে বেশি ভয়ংকর হলো ভূতে-মানুষে লড়াই। এ লড়াই তো ভূতদের অস্তিত্বের লড়াই, বেঁচে থাকার লড়াই। যেভাবে মনুষ্য নামক প্রাণিকুল পরিবেশ নষ্ট করছে, প্রকৃতি ধ্বংস করছে, বন-বাদাড় নিধন করছে, প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিচ্ছে না, তাতে ভূতেরা বাঁচবে কী করে? আর খালি ভূতই-বা কেন, সব ধরনের প্রাণীরই তো জান বাঁচানো কঠিন হয়ে পড়বে। এমনকি মৃত্যুর ঝুঁকিতে পড়ব এই আমরা অর্থাৎ মানুষ, মানবজাতি। কিন্তু মানুষ সেটা বুঝতে পারছে না! তাহলে? কী হবে উপায়? এসো তো দেখি বইটি পড়ে।
Report incorrect information