উপন্যাসের নায়িকা আহিরকে যখন ওর বাসা থেকে জিজ্ঞেস করা হয় যে সে বিয়ের জন্য কেমন ছেলে পছন্দ করে, সে কোন উত্তর দিতে পারেনি তখন। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সে বুঝতে পারে যাকে সে বিয়ে করবে তার অন্য কোন কোয়ালিটি থাকুক বা না থাকুক তাকে অবশ্যই সৎ হতে হবে। এই একটি কোয়ালিটি অন্য সব কোয়ালিটিকে ডমিনেন্ট করে দিতে পারে। টাকা পয়সা, ক্ষমতা, ভালো চাকরি, সৌন্দর্য সবকিছুই এই কোয়ালিটির কাছে হার মেনে যায়। দাম্পত্য জীবনকে শান্তিময় করতে এই কোয়ালিটির কোন বিকল্প নাই।
Report incorrect information