‘তামাকবাড়ি’র মাসুদুল হক। নব্বইয়ের গল্পধারায় আবির্ভাব; কবিতার সঙ্গে সমান্তরালে গল্প লিখছেন; ‘তামাকবাড়ি’ গল্পগ্রন্থেই প্রমাণ করেছেন নিজের অবস্থান। উত্তরবঙ্গে প্রান্তভূমিলগ্ন মানুষের জীবনবোধ সমগ্রতা প্রাপ্ত হয় তার গল্পে; বিশেষ অবহেলিত জনগোষ্ঠীর লোকজ বিশ্বাস, জীবনধারা ও সাংস্কৃতিক অনুষঙ্গ যেন তার গল্পের প্রধান উপাদান। তিনি তার উপন্যাসেও ব্যক্তিমানুষের অস্তিত্বের রক্তমাংসময় অনুষঙ্গের বর্ণনায় সার্বিক মানুষের মননকে তুলে আনতে সক্ষম; ‘দিনমুলুক’ উপন্যাস তার প্রমাণ। এই উপন্যাসে বিপুল প্রত্যাশা ও উন্মুখ স্বপ্নভারাক্রান্ত মানুষেরা সহজেই প্রতিবিম্বিত হয়েছে; ধ্বংস ও বিনির্মাণের পুনরাবৃত্তি ঘটেছে আমজাদ চরিত্রে। উত্তরবাংলার লোকভাষার জবানিতে আমজাদ ও অন্যান্য চরিত্র সপ্রতিভ হয়ে উঠেছে বৃত্তান্তে। ‘দিনমুলুক’ উপন্যাসে জীবনের উচ্চতান যেন রাত্রিশেষে অনুভূত হয় পরবাসী কলতানে; জীবন মুক্তির খোঁজে স্বপ্নফেরারি মানুষেরা বোধ নিয়ে জেগে ওঠে।
Report incorrect information