Category:বাংলা কবিতা
লতিফুল ইসলাম শিবলীকে শেষ পর্যন্ত পাওয়া গেছে ফেসবুকে, প্রায় এক যুগ পর। আমূল বদলে গেছে সবকিছু। ৯০—৯৮ প্রায় এক দশকে এ দেশের মঞ্চ, সংগীত, নাটক, কবিতা, মডেলিং, অভিনয় কোথায় ছিলেন না তিনি। শিবলীর সমস্ত কর্ম এক দশকের স্টাইল ফ্যাশন আর তারুণ্যের ইতিহাস। আজ বদলে গেছে তাঁর জীবনদর্শন। জীবনমৃত্যু আর প্রতিটি মুহূর্তের বেঁচে থাকার যে নিগুঢ় আধ্যাত্ম রহস্যময় তার খেঁাজেই তিনি কাটিয়ে দিলেন পুরো একটি যুগ। জমজমাট এক কর্মযজ্ঞের মাঝেই হঠাৎ লুকিয়ে গেলেন তিনি। কোথাও খুঁজে পাইনি আমরা তাকে। এরই মাঝে রয়েছে ইউরোপের প্রবাস জীবন।
আমরা উদ্যোগ নিয়েছি তাঁর গীতি এবং কবিতাগুলো সংগ্রহের, তাঁর কাছ থেকে পেয়েছি ছেঁড়া ডায়েরি আর টুকরা টুকরা ছেঁড়া কাগজের এক বস্তা। খুঁজতে গিয়ে পেয়েছি অনেক অপ্রকাশিত লেখা আবার অনেক লেখা খুঁজে পাইনি, সেই প্রয়াস থেকেই এই গ্রন্থ। অনুমতিও পাওয়া গেল তাঁর। ৯০ দশকের স্বৈরশাসনের যন্ত্রণাকাতর সময় এবং পরবর্তী অস্থিরতা ছড়িয়ে আছে লেখাগুলোর পরতে পরতে। এই অর্থে ৯০ দশকের স্মারক।
মুখে মুখে ফেরা প্রচুর জনপ্রিয় গানের জনক তিনি। কত বিষয়ে যে তিনি লিখেছেন, গানে এত বিষয়ের বৈচিত্র্য তাঁর সমসাময়িক কালে আর দেখা যায় না। যত্রতত্র লিখেছেন, ঠোঙ্গার কাগজ থেকে শুরু করে বন্ধুর বাড়ির দেয়াল পর্যন্ত। ‘জাগিয়ে দিও’ এবং ‘হুইল চেয়ারে যোদ্ধা’ উদ্ধার করা হয়েছে দেয়াল থেকে।
Report incorrect information