কবিতা সময়ের ইতিহাস নয়, সময়ের অনুভূতি প্রকাশের একটি প্রকরণ। কালকে ধারণ করেই কালোত্তীর্ণ হয় কবিতা। আব্দুল্লাহ নূর সমকালের গতিময়তাকে স্পর্শ করে এগিয়ে চলা একজন কবি। ক্রমশ এবং দ্রুত কেন্দ্রীভূত হওয়া বর্তমান সময়ের দুটি বিভাজনের সাক্ষ্য তিনি তাঁর কবিতায় ধারণ করার চেষ্টা করেছেন। সত্যের জন্য মুক্তির আন্দোলনকে তিনি তাঁর কবিতায় উপজীব্য করেছেন শব্দে, ভাবে, চিত্রকল্পে। ঋজু ভঙ্গিতে তিনি কবিতায় প্রবেশ করেছেন।
কবিতার পাশাপাশি গল্পের ভূমিতে বিচরণ করার প্রয়াস চালান তিনি। গীতিকবিতা রচনার দিকেও তার বিশেষ ঝোঁক লক্ষ্যণীয়। ‘আমার কোনো বাড়ি নেই/ বাড়ি নেই বলে শাড়ি ঝোলে না আমার উঠানে’ কিংবা ‘আমাদের সত্যগুলো দু’রকম, কিছু তোমার দিক থেকে কিছু আমার দিক থেকে’ এমন বেশকিছু শক্তিশালী পঙক্তি উঠে এসেছে তাঁর কলমে। বক্ষমান গ্রন্থের কবিতাগুলো পাঠকেরহৃদয়ে ভাবনার পত্রপল্লবে দোলা দেবে বলে বিশ্বাস করি।
Report incorrect information