আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
একটি উপন্যাস কিন্তু সেটিকেই বলা হয়েছে, ছ’টি আলাদা আলাদা গল্পের মধ্যে দিয়ে। আশির দশকের একটি মফস্সল এবং তার ছ’টি চরিত্র। যাদের নিজেদের স্বয়ং-সম্পূর্ণ গল্পগুলি একত্রে একটি সম্পূর্ণ উপন্যাসকে তুলে ধরেছে। তুলে ধরেছে হারিয়ে যাওয়া একটা সময়কে। সমাজবিরোধী বুলেট, গৃহবধূ অর্চনা, জেল-খাটা মনু, সমাজসেবার সঙ্গে যুক্ত লালা, অপূর্ব সুন্দরী ও বিষণ্ণ বিউটি ও রিকশাচালক নিতাই-এর চারটে দিনের আলাদা আলাদা গল্প নিয়েই এই উপন্যাস। এ ছাড়াও এর মধ্যে মিশে আছে হরি বাউল। মিশে আছে হ্যাপি প্রিন্স! এবং ফুটবল-পাগল এক বালক, রাজা! একটা ব্যাঙ্ক ডাকাতি এবং খুন সবার জীবনে আশ্চর্যরকম প্রভাব ফেলে। সবার বেঁচে থাকার লড়াইয়ের গল্প একে অপরের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। সবাই ক্রমে একে অপরের জীবনের অংশ হয়ে ওঠে। অপরাধ, ব্যবসার টেনশন, জেল থেকে বেরোবার পরে ঘুরে দাঁড়াবার চেষ্টা, দাম্পত্য কলহ— ক্রমে এক চূড়ান্ত পরিণতির দিকে এগোয়। আর তার পাশাপাশি নিভৃতে বেঁচে থাকে প্রেম। ‘ছ’টি গল্প’ ও তার ছ’টি চরিত্র যেন ছ’টি ঋতুর এক রূপ। তারা আলাদা হয়েও কোথায় যেন একভাবে বেঁচে থাকার কথা বলে। পরাজিত মানুষের ঘুরে দাঁড়াবার কথা বলে। প্রেমের মধ্যেকার শুশ্রূষার কথা বলে।
Report incorrect information