Category:ভাষণ, বক্তৃতা ও উপদেশ সংকলন
টিমাস কার্লাইল-এর Heroes and Hero-Worship গ্রন্থখানি সারা বিশ্বে অত্যন্ত সুপরিচিতি। এ গ্রন্থখানি তাঁর ছ'টি ভাষণের সংকলন। ওই ছ'টি ভাষণের শিরোনাম হলো: ধর্মতত্ত্বের বীর ওডিন, প্যাগানবাদ স্ক্যান্ডিনেভিয়ার পৌরাণিক কাহিনি: বীর নবি মুহাম্মদ: ইসলাম; বীর কবি দান্তে, শেক্সপিয়ার; বীর যাজক: লুথার-ষোড়শ শতাব্দীর, ধর্ম বিপ্লব: নক্স (Knox) পিউরিটান মতবাদ; বিদ্বান ব্যক্তিত্ব জনসন, রুশো, বার্নস; বীর সম্রাট ক্রোমওয়েল, নেপোলিয়ান, আধুনিক বিপ্লব। ওই ছ'টি ভাষণের মধ্য দিয়ে তিনি বিশ্ব ইতিহাসের একটা সামগ্রিক চিত্র, বিশেষ করে ধর্মীয় চিন্তা-চেতনা ও তার প্রসার, কবিতা, সাহিত্য, বিভিন্ন সামাজিক বিপ্লব ও তার প্রতিক্রিয়া সম্পর্কে সংক্ষেপে জ্ঞানগর্ভ বক্তব্য উপস্থাপন করেছেন। তাঁর ঐসব বক্তব্য তুলনাহীন। মানুষ ও বিশ্বের মধ্যেকার সম্পর্ক, বিশ্ব ও বিশ্বের স্রষ্টা এবং মৃত্যু-পরবর্তী অবস্থা সম্পর্কে জানার জন্য মানুষের অন্তহীন প্রয়াস এবং এ সম্পর্কে ঐসব বিশ্ব-ব্যক্তিত্ব 'বীর'দের মূল্যবান চিন্তাধারা কার্লাইল তাঁর অপূর্ব ভঙ্গিমা ও গভীর দার্শনিক ব্যাখ্যার মাধ্যমে প্রকাশ করেছেন। যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অধিকারী এবং সত্যিকারভাবে চিন্তাশীল, তাদের কাছে ওই ভাষণগুলো এক অমূল্য সম্পদ; এর বক্তব্য তাঁদের ব্যাপক ও গভীর চিন্তার পথকে সুগম করবে নিঃসন্দেহে। কার্লাইলের গভীর আন্তরিকতা ও পাণ্ডিত্য তাঁর ওই ভাষণগুলোর প্রতিটি ছত্রে বিধৃত এবং তা নিঃসন্দেহে অনুপম ও আপন বৈশিষ্ট্যে মহিমান্বিত।
Report incorrect information