কবিতা লেখা যায় না, লেখা হয়। কবিতার জন্য অপেক্ষা করতে হয়। আবার কখনো কখনো কবিতা লেখা অনিবার্য হয়ে ওঠে। কবির অন্তরে প্রসবযন্ত্রণা অনুভূত হয়। ইয়েটসের মতো ‘কবি সব সময় লেখেন তার ব্যক্তিগত জীবন অভিজ্ঞতা থেকে।’ মৌলিক কাব্য সৃষ্টিতে প্রথমেই একজন কবিকে অর্জন করতে হয় স্বকীয় দৃষ্টিভঙ্গি। এখানেই নির্ধারিত হয়ে যায় কবি ও কবিতার অমোঘ নিয়তি। নিজের ক্ষেত্রে কবিতাকে ঘিরেই স্বপ্নের জাল বোনা আমার। মানুষের অন্তর্গত উচ্চারণ আমি অনুভব করি কবিতার ভেতর। ‘পরিবর্তনের স্রোতে যাই ভেসে’ আমার এমনই এক স্বপ্নের বুনন। প্রেম, প্রকৃতি, বিরহ, আশা, অভিমান, দুঃখ, নারী, পুরুষ, ভয় ও সম্ভাবনা নিয়ে লেখা কবিতাগুলো আমার জীবনের অভিজ্ঞতা, গভীর উপলব্ধি আর মননবোধের বহির্প্রকাশ। আবার কল্পনার তুলি দিয়েও কিছু কবিতা আঁকা হয়েছে মনের মাধুরী মিশিয়ে।
আশা করি পাঠকের ভালো লাগবে।
Report incorrect information