Category:সায়েন্স ফিকশন
ত্রিনা এক স্বপ্নচারী ইরা, সে প্রকৃতির মাঝে মুক্তভাবে বিচরণ করতে ভালোবাসে। তার পাহাড়, ঝরণা, সমুদ্র ভালো লাগে, তাই তুরিণ পাহাড়ে বসে দূর সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। তারপরও তার মন উদাস হয়ে ওঠে, ইরণের শৃঙ্খলিত জীবন তার ভালো লাগে না। রোবট নিয়ন্ত্রিত সেন্ট্রাল কম্পিউটার এবং বায়োনেট প্রতিটা ইব, ইরা’র জীবন ন্যানো চিপসে বন্দী করে রেখেছে। তারা চায় ইরণবাসী তাদের মতো, স্বপ্নহীন, কল্পনাহীন, নিরাসক্ত জীবন যাপন করুক।
এক সময় ত্রিনা জেনে যায়, সে কোনো ইব বা ইরা নয়, সে একজন মানুষ। রোবটরা তাদের পূর্ব পরিচয় মুছে তাদেরকে এক রোবটিক জীবন দিয়েছে। তাই সে এ রোবটিক জীবন থেকে বেরিয় আসতে চেষ্টা করে। ঘটনা পরিক্রমায় তার সাথে পরিচয় ঘটে নাবিলের, সেও আর এক মুক্ত—স্বাধীন জগতের মানুষ, সারাক্ষণ সমুদ্র নিয়েই থাকে, ঘর তাকে আটকে রাখতে পারে না।
শেষ পর্যন্ত এ দু’জন ইব, ইরার রবোটিক জীবন থেকে বের হয়ে আসার প্রচেষ্টা কী সফল হয়েছিল? তারা কি পেরেছিল, ইরণবাসীর প্রকৃত পরিচয় ফিরিয়ে দিতে!
এসব জটিল ঘটনার সমীকরণ মেলাতে, একটা অভিনব জীবন প্রবাহ নিয়ে রচিত বিজ্ঞান কল্পকাহিনী ‘ত্রিনা’।
Report incorrect information