Category:বাংলা কবিতা
কবিতা মনের কথা বলে। হৃদয়ের মাঝে আন্দোলিত হয়ে দোলা দেয় প্রেম, বিরহ, ব্যথা, বেদনা, প্রতিবাদ, প্রতিরোধ, স্বদেশ চেতনা, বিপ্লব, পাওয়া না পাওয়ার লক্ষ কোটি কথামালা। কবিতা হলো এসবের প্রতিচ্ছবি-অনুভূতি প্রকাশের একটি মাধ্যম, যেখানে অনেক কথা স্বল্প পরিসরে প্রকাশ করে বিশাল ভাবনার জগৎ খুলে দেয়। সাধারণ মানুষ তার অজস্র অভিব্যক্তি গুছিয়ে কোথাও প্রকাশ করে না বা করতে সমর্থ হয় না। সব কথা হৃদয়ের গহীনে থেকে যায়। বিশেষ কয়েক ব্যক্তি মানুষের ভাব, আবেগ, অনুভূতি, চিন্তা চেতনার প্রকাশ নিয়ে শব্দের পর শব্দ, উপমা দিয়ে লিখে যা কবিতা। অন্য মানুষের হৃদয়ে, পুঞ্জীভূত ভাবনা নিয়ে ভাবেন, কাল্পনায় আঁকেন তারপর পাতায় লিপিবদ্ধ করেন তিনি কবি।
মানুষের জীবনের সঙ্গী কবিতা। মানুষ ভিতরে ভিতরে একা, পরিবারের মাঝেও একা এবং একাকিত্বের জ্বালা অনুভব করে। নিজের সাথে লক্ষ কোটি কথা বলতে থাকে। আকাশের দিকে তাকিয়ে মেঘমালার আসাযাওয়া, নারী পুরুষের প্রেম ও বিচ্ছেদ, প্রকৃতির রূপ বদলে যাওয়া, নানা আবেগ, অনুভূতি এবং ছুটে চলা প্রতিষ্ঠা পাওয়ার নিমিত্তে, সাগর, নদী, বৃক্ষ, সৃষ্টিকর্তার আদেশ, এরকম লক্ষ কথামালা কবিতা। এখানে কবিতায় প্রতিবাদ, সমাজসংস্কার, প্রেম, বিরহ, প্রার্থনা, পাওয়া না পাওয়ার আক্ষেপ ইত্যাদি সহজ, সাবলীল এবং নানা অলংকারে প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থ তারুণ্যের শক্তি এর কবিতার শব্দগুলো সাবলীল ও নির্জাস অভিব্যক্তি যা তরুণের রক্তে ঢেউ খেলে। এই কবিতাগুলো পাঠককে সংস্কার করার প্রেরণা জোগাবে, দেশপ্রেম গভীরভাবে অনুভব করবে, প্রেমের বাতি জ্বলে উঠবে এবং বিরহে হৃদয়ে ঝড় তুলবে, সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য ফুটে উঠবে। সাদামাঠা পরিবেশে কল্পনার জগৎ বাস্তব ও বিস্ময়করভাবে চেনা-জানা জগৎ মনে হবে। তরুণ্যের শক্তি প্রকাশে বন্ধু, সহকর্মী, অনেক অগ্রজ, অনুজ উৎসাহ প্রেরণা ও পরামর্শ দিয়েছেন। তাঁদের সকলের প্রতি ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা।
Report incorrect information