আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
মালয় দেশে বা মালয়েশিয়া ভ্রমণের গল্পগুলো নিয়ে এই বইটি। আমাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিলো ২০২০ সালের এপ্রিলে। কিন্তু করোনা মহামারির জন্য সেই ট্যুর বাতিল হয়।
অবশেষে ২০২২ সালের আগস্টে আমরা মালয়েশিয়া বেড়াতে গিয়েছিলাম। প্রথমে ঢাকা থেকে লাল ইগলের দ্বীপ লঙ্কাউইতে গিয়েছি। ঘুরে বেড়িয়েছি অত্যন্ত নিরিবিলি স্বর্গের মতো শান্তির লঙ্কাউই দ্বীপ। লঙ্কাউইতে আমরা দেখেছি চেনাং বিচ, ক্রোকোডাইল পার্ক আর আন্ডারওয়াটার ওয়ার্ল্ডসহ আরও অনেক কিছু।
লঙ্কাউই থেকে আমরা গিয়েছিলাম পিনেংয়ে। পিনেংয়ের আপসাইড ডাউন মিউজিয়াম, সি বিচ আর পিনেং বোটানিক্যাল গার্ডেন দেখেছি। ট্রেনে করে উঠেছি পিনেংয়ের সবচেয়ে সুন্দর জায়গা পিনেং হিলে। রাতের বেলা ঘুরে বেড়িয়েছি পিনেংয়ের রাস্তায়। দেখেছি রাতের কবরস্থান।
পিনেং থেকে আমরা গিয়েছিলাম পেট্রোনাস টুইন টাওয়ারসের শহর কুয়ালালামপুরে। কুয়ালালামপুরের মেট্রোরেলে চড়েছি আর চায়না টাউনে গিয়েছি। সবচেয়ে উত্তেজনাকর মুহুর্ত ছিলো পেট্রোনাস টুইন টাওয়ারস দেখা। প্রথমবার সকালে গিয়েছিলাম টুইন টাওয়ারস দেখতে। তারপর আবার গিয়েছি রাতে। রাতের অন্ধকারে মুক্তোর মতো ঝলমল করছিলো টুইন টাওয়ারস।
শেষদিন গিয়েছি কুয়ালালামপুর থেকে দূরে বাতু কেভস এবং গেনটিং হাইল্যান্ডে। ক্যাবল কারে গেনটিং হাইল্যান্ডে যেতে যেতে দেখেছি কুয়াশার মতো মেঘ ও বৃষ্টি একাকার হয়ে থাকা পাহাড়ের উপরের জগৎ।
Report incorrect information