Category:বাংলা কবিতা
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
তুমি বললে- বৃষ্টি ভালোবাসো।
আমি বৃষ্টিকে ভালোবাসলাম।
একদিন বললে- কাশফুল তোমার খুবই প্রিয়।
আমিও কাশফুলের ছোঁয়া নিলাম।
দুদিন যেতেই তুমি আবার বললে-
গোলাপ তোমার সবচেয়ে প্রিয় ফুল।
আমিও গোলাপকে ভালোবেসে কাছে টেনে নিলাম।
গোলাপের কাঁটায় আমাকে রক্তাক্ত করে দিয়ে তুমি বললে-
কাঁটাতার তোমার খুবই প্রিয়।
আমিও কাঁটাতারে পেঁচিয়ে গেলাম।
আর তুমি তখন দূর থেকে হাত নেড়ে বললে-
এটা সীমান্তরেখা, এর বাইরে গেলে এমনই হয়।
আমি তখন দুচোখে বৃষ্টি নামিয়ে পুরো পৃথিবী ভেজালাম।
-রেদোয়ান মাসুদ
Report incorrect information