ফ্ল্যাপঃ
ঠিক কোথায় সুখের সন্ধান পাওয়া যায়, জীবনে কখন পরিতৃপ্তি আসে, বেশিরভাগ মানুষই জানেন না। নিজের চৌহদ্দিতে সুখ না খুঁজে, তাঁরা এমন সব জায়গায় সুখ খোঁজেন, যেখানে না আছে সুখ, না আছে স্বস্তি। তেমনই এক অভিলাষী চরিত্র দিলরুবা। অন্যের সবকিছুতেই যিনি সুখ খুঁজে পান। নিজের ভাগের জীবন যাপন নিয়ে তাঁর অভিযোগের শেষ নেই। পুত্র তুষার যেন মারই প্রতিচ্ছবি! উচ্চাকাঙ্খী তুষার একাধারে সুদর্শন, মেধাবী, লোভী এবং ধূর্ত। তুষার অত্যন্ত চতুরতার সাথে নিজের চেহারার অন্ধকার দিকটি আড়াল করে রাখে। তার সৌন্দর্য আর বাকপটুতায় নারী মুগ্ধ হয়, তার প্রেমে হাবুডুবু খায়। বাগদত্তা মিত্রার সঙ্গে যখন তুমুল প্রেম চলছে, সেই মুহূর্তে সে মিত্রার চরিত্র নিয়ে সন্দেহপ্রবণ হয়ে ওঠে। ফলশ্রুতিতে মিত্রা সম্পর্কচ্ছেদ করে। স্বপ্নবাজ তুষার মিত্রার কাছ থেকে সরে এসেই, জুলিতে সুখ খুঁজে নেয়। জুলির নেশা কাটার আগেই তাকে পেয়ে বসে ধনীর রাজকন্যা লিয়ানাকে পাওয়ার নেশা। লিয়ানার মনের নাগাল পাওয়ার জন্য সে নতুন, নতুন চাল চালতে শুরু করে……
Report incorrect information