Category:ঐতিহাসিক উপন্যাস
মানব-জীবনের নানাবিধ অনুষঙ্গ এই উপন্যঅসে ফিরে ফিরে এসেছে। মানুষের জীবনে রাজনৈতিক আকাঙ্ক্ষা বা ক্ষমতার লিপ্সার পাশাপাশি, ভালোবাসাও যে জয়জয়কার হতে পারে ‘ওমর’ যেন তা অক্ষরে অক্ষরে মেনেছে। বিশ্ব মানবতার প্রেরণার উদ্ধুদ্ধ ওমর বারবার ছুটে যায় অসহার দরিদ্র মানুষের পাশে। যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করে। মানবতার পাশাপাশি ওমর ভাবে মানুষের রাজনৈতিক অধিকারের কথা। যৌক্তিক যে-কোনো আন্দোলনের সমর্থন দেয়। সমর্থনের পাশাপাশি ন্দোলনকে বেগবান করতে আরও যা যা লাগে সবই যোগান দেয়। এভাবেই মানুষের সর্বজনীন স্বপ্নকে বাস্তব করার কাজে ‘ওমর’ নিজেকে বিলিয়ে দেয়।
Report incorrect information