Category:বাংলা কবিতা
এইসব কবিতার মনের বনে রূপকথা চুপচাপ শুয়ে থাকে, ঘিরে ধরে অরণ্যঅন্ধ হাওয়া, গাছ, ফুল, পাখি আর জন্তুর বিভা। কে লিখনকার, কে পঠনকার-অবান্তর তর্ক তা। অনুভবের গায়ে লেগে থাকা অযথা অক্ষর, অক্ষরের গায়ে লেগে থাকা অযথা অনুভবের বিনাশ-সাধনা। কী তাহলে শেষে বা শুরুতে? শুধু বসে থাকা। আয়ুক্ষয় হতে যেতে দিয়ে কবিতার বন রুয়ে দেয়া। দুঃসহ জীবন মেনে না নিতে পেরে মৃত্যুকে মনে নিয়ে দিল্ল খুশ রাখা। মৃত্যু থেকে অমৃতের দিকে তোমাকেই তো দেখা যাচ্ছে রূপকথার রাস্তাঘাটে উড়ে চলা ধূলি বালি কিংবা কবিতা..
Report incorrect information