Category:বয়স যখন ১২-১৭: সায়েন্স ফিকশন
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
‘দশদিক ঘিরে আছে সবুজ জঙ্গল। এত সবুজ সে আগে কখনো দেখেনি। সবুজের ঘনত্বের মধ্যে, দুঃসহ মানসিক চাপের ভেতর রিহা দেখল পিচ্ছিল সাপটা এবার লাফ দিলো। আর তখনই রিহার মাথার ভেতর কেউ যেন বলে উঠল-লাফ দাও, বাঁয়ে!
যন্ত্রচালিতের মতো রিহা লাফ দিলো বাঁয়ে। লাফ দেওয়ার সাথে সাথেই গড়িয়ে পড়ল বিবিধ ফার্নের ভেতর। তার শরীরটা ফার্ন, গুল্ম, মাটি হাতড়ে-পাতড়ে গড়াতে থাকল নিচের দিকে। ঠিক তখনই আতঙ্কের সাথে রিহা দেখল একটা-দুটো না, অন্তত দশটা তেল কুচকুচে সাপ ধেয়ে আসছে তার দিকে। রিহার লাফ দেওয়া যেন পছন্দ হয়নি তাদের। রিহার ইচ্ছা হলো চোখ বন্ধ করে ফেলে পুরো ব্যাপারটার এখানেই ইতি ঘটিয়ে ফেলতে। কিন্তু লহমায় তার মনে পড়ল ক্রেডিটের কথা। রিহা চোখ দুটো খোলা রেখেই গড়াতে থাকল নিচে, যতক্ষণ না একটা শুকনো ডালে আটকে গেল তার জামার কলারের পেছনটা।
ঝুলছে রিহা। শূন্যে।’
Report incorrect information