Category:বাংলা কবিতা
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
অবিনাস হাবিলাসের নৈকট্যে পরিশ্রাস্ত আত্মারা
ভাগাড়ের শেষ পৃষ্ঠায় অকৃত্রিম দূর্গন্ধ ছড়ায়,
পৌর বর্জ্য বহনকারী লড়িং স্টিয়ারিং আজ বন্ধ
অহেতুক তীব্র বিতণ্ডায় ভাষার প্রয়োগ অতি মন্দ।
নিষ্কাশনের পায়তারা করেনি কেউ,
লোভের লালসায় লালায়িত জিভ-
আরো পিচ্ছিল হয়ে যায়।
অন্নপূর্ণাও আজ অতিষ্ঠ এ জঠরতায়;
পথের দাবী এখনো দরবারের কোনে কোনঠাসা-
অতি অপমান এখন সহনীয়; অসহ্য ভালোবাসা।
Report incorrect information