Category:সীরাতে রাসূল ﷺ
প্রিয় নবী মুহাম্মাদ (সা.)
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা পৃথিবীর মানুষকে সরল-সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে অনেক আসমানী কিতাব আর নবী ও রাসুল পাঠিয়েছেন। মহান আল্লাহ আমাদের জন্যও একটি আসমানী কিতাব এবং একজন নবী পাঠিয়েছেন। বন্ধুরা, তোমরা কি বলতে পারো সেই আসমানী কিতাব আর নবীর নাম কি? তোমরা যদি না জানো তাহলে তোমাদের আব্বু-আম্মুকে জিজ্ঞেস করে দেখো, তারা অবশ্যই জানেন। তা রপরও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। শোনো তাহলেÑআমাদের জন্য মহান আল্লাহ তায়ালা যে আসমানী কিতাব পাঠিয়েছেন তার নামÑ‘কুরআন মাজীদ’। আমরা একে ‘আল-কুরআন’ বলে
থাকি। আর আল্লাহ আমাদের জন্য যাঁকে নবী করে পাঠিয়েছেন তাঁর নাম হযরত মুস্তাফা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
Report incorrect information